ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে নেমেছে হংকং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
ব্যাটিংয়ে নেমেছে হংকং

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের লক্ষ্যে নেমেছে হংকং। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান।

দিনের প্রথম ম্যাচে হংকং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এক উইকেট হারিয়েছে তারা।

শাপুর জাদরান ‍তার প্রথম বলেই ইরফান আহমেদকে বোল্ড করেন। জেমি অ্যাটকিনসন ও ওয়াকাস বরকত ব্যাটিং ক্রিজে আছেন।

এর আগে নিজেদের প্রথম খেলায় আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে এবং হংকং নেপালের বিপক্ষে খেলেছে। আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে আর হংকং নেপালের বিপক্ষে হেরেছিল ৮০ রানে।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবী,  আসগার, দৌলত জাদরান, গুলবাদিন নাইব, হামযা হোতাক,  মোহাম্মদ শাহজাদ, নাজিব তারাকাই, নজীবুল্লাহ জাদরান,  সামিউল্লাহ সেনওয়ারি, শফিকুল্লাহ, শাপুর জাদরান।

হংকং দল: জেমী আতকিনসন, ওয়াকাস বরকত, আইজাজ খান, বাবর হায়াত, মার্ক চ্যাপম্যান, হাসিব আমজাদ, ইরফান আহমেদ, মুনীর দার, নাদিম আহমেদ,  নিজাকাত খান,  তানভীর আফজাল।

দিনের পরের খেলায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘন্টা, ১৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।