চট্টগ্রাম থেকে: বাছাই পর্বে দুই ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। আফানিস্তান ও নেপালকে নিমিষেই পরাস্ত করলো তামিম-সাকিব-মুশফিকরা।
বুধবার সংবাদ সম্মেলনে আসেন তিনি। কয়েক দিন যাবত বাংলাদেশ শুধু হার ছিল, এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান জার্গেনসেন,‘আমি মনে করি বিগত অনেকগুলো ম্যাচ আমরা কাছাকাছি গিয়ে হেরেছি। কিন্তু দল এখন ভালো করছে। কঠিন পরিশ্রম করেছে সবাই। জয়ের এ ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। ’
দলের তরুণদের পরিশ্রমের ফল মাঠে দেখছেন বাংলাদেশি কোচ,‘অবশ্যই এই দলটি একটি তারুণ্য নির্ভর দল। তরুণরা ভালো করছে। দলকে জেতাতে তারা সহায়তা করছে। টিমের সকলে অনেক পরিশ্রম করছে। এবং সেই পরিশ্রমের ফলও তারা মাঠে পাচ্ছে। ’
টি-টোয়োন্টি বিশ্বকাপ উপলক্ষে দলের সার্বিক অবস্থা স্বাভাবিক মনে করছেন কোচ,‘শেষ তিন চার মাস যাবত আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। যেসব জায়গায় দুর্বলতাগুলো আছে সেগুলো কাটানো সম্ভব হচ্ছে। হ্যাঁ আমি মনে করি এই ম্যাচগুলো আমাদের জন্যে অনেক বড় সুযোগ। সামনে ম্যাচে ছেলেদের ভালো করার জন্যে এটা সুযোগ। আগের চার ম্যাচে খেলোয়াড়রা ইনজুরির কবলে পড়ে। আমি মনে হয় বিশ্বকাপ উপলক্ষে এখন দলে সবকিছুই স্বাভাবিক আছে। ’
বাংলাদেশ দলের সবাই ওভার অল পারফর্ম করায় কোনো প্রশ্ন নেই এই অস্ট্রেলিয়র মনে,‘দলের পারফম্যান্সে আমি খুশি। প্রস্তুতি ম্যাচে জিতেছে এবং শেষ দুই ম্যাচেও খুব দ্রুত জিতেছে বাংলাদেশ। টার্গেট নিয়ে ভালো ব্যাটিং করেছে তারা। তারা আগের চেয়ে আনেক ভালো উন্নত করেছে। সবাই যার যার যায়গা থেকে পারফর্ম করছে। তাদের নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। গত চারটি ম্যাচ জেতার দলের ফর্ম ভালো অবস্থায় আছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৪