ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চমক দেখিয়ে সুপার টেনে নেদারল্যান্ডস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
চমক দেখিয়ে সুপার টেনে নেদারল্যান্ডস ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট স্টেডিয়াম থেকে: সব হিসাব নিকাশ উল্টে দিয়ে ডাচ ঝড় দেখা গেল সিলেটের মাঠে। আয়ারল্যান্ডের ১৮৯ রানের জবাবে দুর্দান্ত এক ইনিংস খেলে সুপার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে জায়গা করে নিল নেদারল্যান্ডস।

একই সঙ্গে আগের ম্যাচে জিতেও হতাশ হতে হলো জিম্বাবুয়েকে।

পরের পর্বে যেতে হলে ১৪.২ ওভারে বিশাল লক্ষ্য পার করতে হতো ডাচদের। সব জেনেবুঝে শুরু থেকেই ছয়।

মাত্র ২০ মিনিট মাঠে থেকে তিন চার ও ছয় ছক্কায় ১৭ বলে অর্ধশতক পান মাইবুর্গ। মাত্র ২৩ বলে চারটি চার ও সাত ছয়ে ৬৩ রানের ঝড় তুলে তাকে থামতে হয়। এর আগে পিটার বোরেন ১৫ বলে ৩১ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন।

টম কুপার নেমে আরও বিধ্বংসী। একের পর এক বল আঁছড়ে মারতে থাকেন সীমানার ওপারে। ১৫ বলে ছয় ছক্কা ও এক চারে ৪৫ রানে আ্উট হন তিনি।



১৪তম ওভারে ওয়েসলি বারেসি একটি চার ও দুটি ছয় হাঁকিয়ে অবিশ্বাস্য লক্ষ্য পূরণ করেন। তিনি অপরাজিত ছিলেন ২২ বলে ৪০ রানে, তিনটি করে চার ও ছয়ে।

এর আগে উইলিয়াম পোর্টারফিল্ড, এন্ড্রু পয়েন্টার ও কেভিন ও’ব্রায়ান ঝড়ে তাদের ১৯০ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড।

এবারের আসরে আয়ারল্যান্ড নিজেদের দলীয় স্কোরের রেকর্ড ভাঙল। চার উইকেট হারিয়ে তারা করে ১৮৯ রান।

ব্যাট হাতে শুরুতে ঝড় তুলেছিলেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু তাকে থামতে হয়েছে ৪৭ রানে। মাঠে এরপর ঝড় তোলেন এন্ড্রু পয়েন্টার। তাকে সঙ্গ দেন ব্রায়ান। ১০১ রানের জুটি গড়ে শেষ বলে আউট হন পয়েন্টার। ৩৮ বলে চারটি করে চার ও ছয়ে ৫৭ রান করেন তিনি।



১৬ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪২ রানে খেলছিলেন ও’ব্রায়ান।

আগের ম্যাচে জিম্বাবুয়ে ৫ উইকেটে সংযুক্ত আমিরাতকে হারিয়ে পুরো বি গ্রুপের হিসাব নিকাশ কঠিন করে দিয়েছে। আইরিশদের সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে তারা।

ব্যাট হাতে নেমে দলীয় ২৮ রানে পোর্টারফিল্ডকে রেখে ব্যাটিং ক্রিজ ছাড়েন পল স্টারলিং। পরে ঝড় তোলেন আইরিশ নেতা। ৩২ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৪৭ রানে আহসান মালিকের শিকার হন পোর্টারফিল্ড। কয়েক ওভারের বিরতিতে রান আউট হন এড জয়েস।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।