ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠের স্কোর ভুল, এবার নিভে গেল ফ্লাডলাইট!!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
মাঠের স্কোর ভুল, এবার নিভে গেল ফ্লাডলাইট!!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: এতো বড় আসরে এর আগে সিলেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের সমস্যা দেখে আঁতকে উঠেছিল ক্রিকেটপ্রেমী দর্শকরা। আজ চট্রগ্রামে দ্বিতীয় ম্যাচে স্টেডিয়ামে ১.৫ ওভার খেলা হতেই নিভে গেল ফ্লাডলাইট।



গতকাল আসরের ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আঁতকে উঠার মতো ঘটনা ঘটেছিল। তবে এবার শুধু দর্শকরা না, ভারতীয় খেলোয়াড়রাও আঁতকে উঠেছিল। স্কোর ভুলের কারনে এমন ঘটনা ঘটেছিল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজরা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১২৯ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩০ রানের। তবে স্কোরবোর্ডে সেটি দেখাচ্ছিল ১৩১। এই নিয়ে ভারতের ওপেনাররা খেলা শুরুর আগে মাঠে নেমে কিছুক্ষন দাঁড়িয়ে আম্পায়ারদের অবগত করেন। তাই কিছু সময় ক্ষেপন হয় খেলা শুরু হতে।

আজও সময় ক্ষেপন হলো ফ্লাডলাইট নিভে যাবার কারনে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।