ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিতেও হতাশ অসিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
জিতেও হতাশ অসিরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাছাই পর্বে দু’টি জয় ছাড়া বাকিটা শূন্য হাতে রইল বাংলাদেশ। সুপার টেন থেকে আগেই বিদায়ী টিকেট পেয়েছে স্বাগতিকরা।

শেষ ম্যাচটি ছিলো অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে মর্যাদার লড়াই। মর্যাদা রক্ষার লড়াইয়ে সাত উইকেটে জিতলে অসিরা। এ আসরে সুপার টেনে কাউকে হারাতে পারলো না বাংলাদেশ। অসিরা একটি জয় নিয়ে দেশে ফিরবে আর একটিও জয় না পেয়ে বাকি সময়টা দর্শক হয়ে খেলা দেখে উপভোগ করবেন তামিম-মুশফিক-সাকিবরা।

প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৫৩ রান করলেও শেষ রক্ষা হয়নি লাল-সুবজদের। অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জুটি থেকে আসে ৯৮ রান। জয়ের জন্যে পথ সুগম করেন এই দু’ ওপেনার। ৩৫ বলে ৪৮ রান করা ডেভিড ওয়ার্নারকে ফেরান আল আমিন। চার ছয় ও সাত চার হাঁকিয়ে ৭১ রান করে ম্যাচ সেরা খেতাব পান অ্যারন ফিঞ্চ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অসি ওপেনার অ্যারোন ফিঞ্চ। ম্যাচ জয়ের পরও হতাশ তাদের মনে ও চোখে।

তিনি বলেন,‘আমরা হতাশ। কারণ সেমিফাইনালে যেতে পারিনি। প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটি হেরে আরো বেশি হতাশ হয়েছি। পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে অনেক খারাপ লাগছে। ভালো প্রতিদ্বন্দ্বিতা করার পরও আমরা আসলে কিছুই পাইনি। ’

চার ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে সন্তুষ্ট নন তিনি। ‘ম্যাক্সওয়েল ভালো ব্যাটসম্যান। সে সবসময় তার নিজস্ব খেলা খেলে থাকেন। পাকিস্তানের সঙ্গে সে খুব ভালো খেলেছে। ভালো কম্পেটিশন করেছে সে। আজ হয়তো ভালো করেনি। চার ম্যাচের মধ্যে একটিতে জিতেছি এটা তেমন কোন সুখকর বিষয় না। ’

এ কন্ডিশনে স্পিনারদের বল খেলা কঠিন এমনটি মনে করেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশী কোন বোলার জ্বলে উঠতে পারেনি। আল আমিন দুইটি ও তাসকিন আহমেদ একটি উইকেট নেন। তিনি বলেন,‘আমাদের শুরুটা ভালো হয়েছে। ওপেনিং আমাদের জয় এনে দিয়েছে। আর বাংলাদেশের এ কন্ডিশনে তারা ভালো খেলে। আমাদের ব্যাটসম্যানরা আজ ভালো করেছে। নতুন বোলার হিসেবে তাসকিনের বল ফাস্ট ছিলো। এখানে স্পিনারদের সামনে ১৪০ রান করাই কঠিন। স্পিনারদের মোকাবেলা সহজ না। ’

পরবর্তি বড় আসর হবে অস্ট্রেলিয়ায়। সেদিকের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,‘খুব বেশি একটা সময় নেই পরবর্তি বিশ্বকাপের জন্যে। খুব বেশি খেলার সুযোগ পাবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফর্মে ফিরতে হবে। আমরা বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্ট খেলেছি। আশা করি সামনে নিজেদের আরো উন্নত করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।