ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
ফাইনালে ভারত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: চোকার তকমাটা এবারো ঘোচানো হলো না দ. আফ্রিকার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো তাদের।

শুক্রবার এই ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে প্রোটিয়ারা।

দ. আফ্রিকা: ১৭২/৪ (২০ ওভার)
ভারত: ১৭৬/৪ (১৯.১ ওভার)
ফল: ভারত জয়ী ৬ উইকেটে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে ৬ তারিখে খেলার টিকিট পেতে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং দ. আফ্রিকা। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দ. আফ্রিকা।

প্রোটিয়াদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন ডি কক এবং হাশিম আমলা। ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে মাহেন্দ্র সিং ধোনীর হাতে ক্যাচ তুলে দেন ডি কক (৬ রান)।
sa_bat_1
এরপর হাশিম আমলা এবং ফাফ ডু প্লেসিস মিলে ৩৫ রানের জুটি গড়েন। দলীয় ৪৪ রানের মাথায় আরেক ওপেনার হাশিম আমলা রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে আউট হওয়ার আগে ১৬ বল খেলে চারটি চারে ২২ রান করেন।

ফাফ ডু প্লেসিস এবং জেপি ডুমিনি অবিচ্ছিন্ন হওয়ার আগে ৭১ রানের জুটি গড়েন। ফাফ ডু প্লেসিস তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক করেন ৩৬ বলে। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৫টি চার আর ২টি ছয়ে ৫৮ রান করেন ডু প্লেসিস।

দলীয় ১২৯ রানে অশ্বিনের বলে লং লেগে রহিত শর্মার তালুবন্দ্বী হন এবিডি ভিলিয়ার্স (১০ রানে)। জেপি ডুমিনি এবং ডেভিড মিলার শেষ দিকে ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন। দুজনে ৪৩ রানের জুটি গড়েন। ডুমিনি খেলেন হার না মানা ৪০ বলে ৪৫ রানের ইনিংস। ৪৫ রানের ইনিংসে ডুমিনি একটি চার ও তিনটি ছয় হাঁকান। আর ডেভিড মিলার দুই চার ও এক ছয়ে ১২ বলে করেন অপরাজিত ২৩ রান।
Africa_Fild_1
পাওয়ার প্লে’র ছয় ওভারে প্রোটিয়ারা করে দুই উইকেটে ৪৪ রান। দলীয় অর্ধশতক আসে ৪৪ বলে। প্রথম ১০ ওভারে দুই উইকেট হারিয়ে প্রোটিয়ারা ৬৬ রান তোলে। আর শতক আসে ৭৬ বলে।

ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ টি উইকেট পান। বাকী একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

১৭৩ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে আসেন রহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে। জেপি ডুমিনির করা প্রথম ওভারেই দুই ওপেনার তুলে নেন ১৪ রান। দলীয় ৩৯ রানে চতুর্থ ওভারে বুরান হেনড্রিক্সের বলে মিড-অন থেকে দৌড়ে এসে ডু প্লেসিস রহিত শর্মার ক্যাচটি লুফে নিলে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। আউট হওয়ার আগে রহিত শর্মা ১৩ বল খেলে চারটি চার আর একটি ছয়ে করেন ২৪ রান।

ওপেনিংয়ে নামা অজিঙ্কা রাহানে এবং তিন নম্বরে নামা বিরাট কোহলি ৩৮ রানের জুটি গড়েন। দশম ওভারে ওয়েন পারনেলের বলে ডিপ মিডউইকেটে দাঁড়ানো ভিলিয়ার্স অজিঙ্কা রাহানের ক্যাচটি লুফে নেন। রাহানে সাজঘরে যাবার আগে ৩০ বলে দুই চার আর এক ছয়ে করেন ৩২ রান।
sa_bat_2_
কোহলির সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলীয় ১৩৩ রানের মাথায় যুবরাজ সিং ইমরান তাহিরের বলে লং-অফে ডি ভিলিয়ার্সের তালুবন্দ্বি হন। সুরেশ রায়না হেনড্রিক্সের বলে মিড-অফে ক্যাচ আউট হওয়ার আগে করেন ১০ বলে ৩টি চার আর ১টি ছয়ে ২১ রান।

বিরাট কোহলি ৩৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৪৪ বলে ৭২ রান করেন কোহলি। মেরেছেন ৫টি চার আর ২টি ছয়।

পাওয়ার প্লে’র ছয় ওভারে ভারত করে এক উইকেটে ৫৬ রান। দলীয় অর্ধশতক আসে ৩০ বলে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতীয়রা ৮০ রান তোলে। আর শতক আসে ৭৫ বলে।

 

** জমেছে প্রোটিয়া-ভারত লড়াই
** সাজঘরে রাহানে, এগোচ্ছে ভারত

** সাজঘরে রোহিত শর্মা
** দেখে-শুনে ব্যাটিং ভারতীয়দের
** ১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত
** ভারতকে ১৭৩ রানের টার্গেট দিল প্রোটিয়ারা
** প্রোটিয়া ব্যাটিংয়ে ছন্দপতন
** পাল্টা চড়াও প্রোটিয়ারা
** ভারতের নিয়ন্ত্রিত বোলিং
** অশ্বিনের ঘূর্ণিতে উড়লো আমলার স্ট্যাম্প
** প্রথম ওভারেই ডি কককে ফেরালেন ভুবনেশ্বর
** টসে জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা
 
** ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায়
** ফাইনালে ভারত!

 

 

বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, ৪ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।