ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধীমানের ব্যাটে এগিয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
ধীমানের ব্যাটে এগিয়ে রংপুর

ফতুল্লা: খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও ম্লান নাসির হোসেন। তবে নাঈম ইসলামের ব্যাট হেসেছে।

সঙ্গে দারুণ ব্যাটিং ইনিংস গড়েছেন ধীমান ঘোষ। রংপুরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান দুটি শতাধিক রানের জুটিও গড়েছেন। তার ব্যাটে বরিশালকে প্রথম ইনিংসে ভালোভাবেই পেছনে ফেলেছে দল।

দ্বিতীয় দিন শেষে
বরিশাল বিভাগ: প্রথম ইনিংস- ২৮৯/১০
রংপুর বিভাগ: প্রথম ইনিংস- ৩৪৬/৫ (১১২ ওভার)

২৭ রানে নাসির ও ১ রানে নাঈম দিনের খেলা শুরু করেছিলেন। বেশিক্ষণ টিকতে পারেননি জাতীয় দলের তারকা। ৩২ রানে মনির হোসেনের কাছে বোল্ড হন নাসির।

তবে চতুর্থ উইকেট ১৩৮ রানে জুটি গড়েছেন নাঈম ও ধীমান। মনির ব্যক্তিগত ৬০ রানে শাহরিয়ার নাফীসের হাতে নাঈমকে তালুবন্দি করলে এই জুটি ভাঙে।

পরে তানভির হায়দারকে নিয়ে আরেকটি শতরানের জুটি গড়ার সঙ্গে নিজেও সেঞ্চুরি পেয়েছেন। শেষ পর্যন্ত ১৪৯ রানে ধীমান আউট হন। ২৫৬ বলে ২০ চার ও এক ছয়ে সাজানো তার এই ইনিংস। ৩৮ রানে অপরাজিত ছিলেন তানভির। অপর প্রান্তে ১০ রানে খেলছিলেন মাহমুদুল হাসান।

মনির পেয়েছেন তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।