ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-দুবাইয়ে একাডেমি করবেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ৪, ২০১৪
ভারত-দুবাইয়ে একাডেমি করবেন পিটারসেন কেভিন পিটারসেন

নয়াদিল্লি: টেস্ট থেকে সরে দাঁড়ানো ইংল্যান্ডের তারকা কেভিন পিটারসেন অক্টোবরে দুবাইয়ে একটি ক্রিকেট একাডেমি খোলার কথা ঘোষণা করেছেন। এরপর ভারতেও প্রতিষ্ঠার আশা করছেন তিনি।



পিটারসেন বলেন,‘অক্টোবরে আমি দুবাইয়ে একটি ক্রিকেট একাডেমি শুরু করতে যাচ্ছি। এখনও জায়গা ঠিক করা হয়নি তবে সেটি হবে আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জায়গা। চিন্তা করছি সাত থেকে আঠারো বছর বয়সী শিশুদের সেখানে বিভিন্ন রকম কোর্স করানো হবে। ’

ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হওয়া সাবেক এই ইংলিশ অধিনায়ক একাডেমী করার জন্য দুবাইকে বাছাই করার পেছনে বললেন,‘আমরা দুবাইয়ে বাছাই করেছি কারণ এটি কেন্দ্রীয় একটি স্থান। এখানের সুযোগ সুবিধা দারুণ। আমরা সব জায়গা থেকে শিশুদের এখানে নিয়ে এসে এগিয়ে যেতে চাই। ’

ভারতে তিনি এই একাডেমির মতো আরেকটি খুলতে চান,‘দুবাইয়ের পর ভারতে দ্বিতীয় একটি একাডেমি প্রতিষ্ঠা করব। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ৪ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।