ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা ফেরালো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১, ২০১৪
সিরিজে সমতা ফেরালো লঙ্কানরা ছবি: সংগৃহীত

আরেকটি সাঙ্গাকারা সুলভ ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। জস বাটলারের দুর্দান্ত শতকের পরও সিরিজ এখন ২-২ সমতায়।

৩ জুন সিরিজের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে তারা।

এদিন টস হেরে প্রথমে ‍ব্যাট করত নেমে দিলশান (৭১) ও সাঙ্গাকারার (১১২) ভালো ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ৩০০ রান করে লঙ্কানরা। সাঙ্গাকারা ১০৪ বলে ১৪ চারে ক্যারিয়ারের ১৯তম শতক পূর্ণ করেন। ইংল্যান্ডের হয়ে হ্যারি গারনে ৫৫ রানে চার উইকেট নেন।

জবাব দিতে নেমে ১০ রানে শুরুর দুই ব্যাটসম্যানকে হারিয়ে ‍বিপাকে পরে ইংল্যান্ড। এরপর গ্যারি ‍ব্যালান্স (৪২) ও রুট (৪৩) মিলে ৮৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু বোপারা (৫১) কে নিয়ে ১৩৩ রানের ঝড়ো জুটি গড়েও ইংল্যান্ডকে জেতাতে পারেননি ‍বাটলার। ম্যাচ সেরা ‍বাটলার ১১ চার ও ৪ ছয়ে ৭৪ ‍বলে ১২১ রান করেন। শ্রীলঙ্কার হয়ে মালিঙ্গা ৫২ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০০/৯ (দিলশান ৭১, পেরারা ১৯, সাঙ্গাকারা ১১২, ম্যাথুস ৩০; গারনে ৪/৫৫, অ্যান্ডারসন ২/৬০, জর্ডান ২/৬৭)

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৩/৮ (ব্যালান্স ৪২, রুট ৪৩, বোপারা ৫১, বাটলার ১২১; মালিঙ্গা ৩/৫২, মেন্ডিস ২/৬০, ম্যাথুস ১/৩০)

ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: জস বাটলার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘন্টা, ১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।