ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ১০, ২০১৪
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাথুরুসিংহে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। সোমবার রাতে তিনি ঢাকায় পা রাখেন।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আসেন। সবার সাথে পরিচিত হন। আর আট মাস পর ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। সেখানে বাংলাদেশ দেশকে দ্বিতীয় রাউন্ডে দেখতে চান হাথুরুসিংহে। এই চ্যালেঞ্জ নেয়ার জন্যে প্রস্তুত তিনি।

এ দিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ হয়। খেলোয়াড়দের খেলা তিনি উপভোগ করেন এবং তাদের খেলার ধরণ বুঝার চেষ্টা করেন।

হাথুরুসিংহের লক্ষ্যের মধ্যে রয়েছে- দলকে আরো উন্নত করা। তিনি বলেন,‘সবচেয়ে বড় লক্ষ্য হলো দলের উন্নতি করা, আমি চেষ্টা করবো ভালো কিছু করার যদি বোর্ড ও দল আমাকে সাহায্য করে। এটা আমার প্রধান উদ্দেশ্যে। জয়ের ধারাবাহিকতা বজায় থাকা উচিত। নিয়মিত সিরিজ জিতে হবে আমাদের। ’

খেলার পরিবেশ ঠিক থাকলে ভালো করা সম্ভবও মনে করেন তিনি। বলেন, ‘ আমরা চেষ্টা করবো দলের উন্নতির জন্যে এবং যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি, খেলার পরিবেশ ঠিক রাখতে পারি এবং প্রতি খেলোয়াড় তাদের ব্যক্তিগত পারফরমেন্স ভালো করতে পারে, তাহলে আমি মনে করি সেই অনুযায়ী ফলাফল আসবে। আমার কাজ হলো ভালো পরিবেশ ও গবেষণা করা। সবাই চেষ্টা করলে দল ভালো করতে পারবে দল। যদি এগুলো ঠিক মত করা হয়। আমি শ্রীলঙ্কা দলকে দেখেছি এবং শেষ চার বছরে অস্ট্রেলিয়াতেও দেখেছি, বেশির ভাগ সময় দল ভালো করেছে। আমার লক্ষ্য সেই দিকে। ’

বাংলাদেশ দলে অনেক ভালো ও দক্ষ ক্রিকেটার রয়েছে। যাদের দ্বারা ২০১৫ বিশ্বকাপ ভালো করার সম্ভাবনা দেখেন তিনি। লংকান এই সাবেক ক্রিকেটার আরো বলেন,‘আমাদের পরিকল্পনা থাকবে আরো উন্নত করা যতটুকু আমরা পারি। আমি এখনো দলের সঙ্গে কথা বলিনি। আমি গতচার বছর তাদের খেলা দেখিনি, আমরা অস্ট্রেলিয়াতে একটি কঠিন দল দেখতে পাবো। আমি কিছু খেলোয়াড়ের দক্ষতা সম্পর্কে জানি- ২০১০ সালের পূর্বে যখন আমি শ্রীলঙ্কা ছিলাম। প্রধান লক্ষ্য হলো- দলের সঠিক সমন্বয় করা এবং খেলোয়াড়দের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্যে প্রস্তুত করা। কাজটা যে কোনো উপমহাদেশের দলের জন্য কঠিন।   যদিও আমাদের কাছে যথেষ্ট দক্ষ ও ভালো ক্রিকেটার আছে, মনে করি অনেক দূর যেতে পারবো। আমি খুশি হবে যদি আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি। এটা প্রথম লক্ষ্য। ’

অল্প সময়ে মধ্যে যতটুকু পারা যায় তাই করতে চান তিনি। বলেন,‘ আমি শুধুমাত্র সামনের দিকে তাকিয়ে আছি, কিভাবে ভালো করা যায় তার জন্য। আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত  চ্যালেঞ্জ নেয়া জন্যে। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ১০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।