ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় টি-টোয়েন্টি দলে বেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
ক্যারিবীয় টি-টোয়েন্টি দলে বেন সুলেমান বেন

ঢাকা: চার বছর পর আবারো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন স্পিনার সুলেমান বেন। আগামী ২৭ আগস্ট ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত একমাত্র  টি- টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্য ক্যারিবীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি।



৩১ বছরের এই স্পিনার ২০১০ সালে দ.আফ্রিকার বিপক্ষে শেষ টি- টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ টেষ্ট সিরিজে ১৪ টি উইকেট পেয়েছিলেন তিনি। অন্যদিকে দলের আরেক স্পিনার স্যামুয়েল বদ্রি ইনজুরিতে পড়ায় কপাল খুলে যায় বেনের।

এর আগে ১৭ টি টি- টোয়েন্টি ম্যাচ খেলে ১৫ টি উইকেট পেয়েছেন বেন। টি- টোয়েন্টি দলে অধিনায়কত্ব করবেন ড্যারেন স্যামি।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়ান্টি দল:  ড্যারেন স্যামি, সুলেমান বেন, ডোয়েন ব্রাভো, শেলডন কোটরেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনিল নারিন, কিরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, ক্রিশমার সান্তকি, লেন্ডল সিমন্স ও ডোয়েন স্মিথ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, ২৫ আগষ্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।