ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে নিষিদ্ধ হলেন আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
বোলিংয়ে নিষিদ্ধ হলেন আজমল সাইদ আজমল

ঢাকা: পাকিস্তান ক্রিকেটের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিক্রেট কাউন্সিল (আইসিসি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে অফস্পিনার সাইদ আজমলকে।



আইসিসির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমলের বোলিংয়ে অবৈধ এ্যাকশন খুঁজে পাওয়া গিয়েছে। তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হল। ’

আইসিসির নিয়ম অনুযায়ী বোলিংয়ে হাতের কব্জি ১৫ ডিগ্রির বেশি ঘোরানো নিষেধ। আর আজমলের ক্ষেত্রে এর বেশি খুঁজে পাওয়া গেছে।

৩৬ বছরের আজমল এখন পর্যন্ত ৩৫ টেস্ট ,১১১ ওডিআই ও ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট পেয়েছেন যথাক্রমে ১৭৮, ১৮৩ ও ৮৫ টি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা , ৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।