ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দল থেকে ছিটকে পড়লেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৪
দল থেকে ছিটকে পড়লেন হাফিজ মোহাম্মদ হাফিজ

ঢাকা: হাতের চোটের জন্য দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হল পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে এবং তিনটি ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে পড়লেন তিনি।



পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, গত ৩ অক্টোবর দ্বিতীয় অনুশীলন ম্যাচে বাম হাতের তালুতে চোট পান হাফিজ। এতে পাঁচটি সেলাই দিতে হয়েছে তার হাতে। দলের চিকিৎসক পরীক্ষার পর জানিয়েছে অন্তত দুই সপ্তাহ হাফিজ ব্যাটিং বা বোলিং করতে পারবেনা।

রোববারের টি-টোয়েন্টি ম্যাচে সাবেক এই পাকি অধিনায়ক তাই দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে খেলতে পারছেন না।

তবে, দুটি টেস্ট ম্যাচের আগেই তিনি দলে ফিরতে পারবেন বলেও জানিয়েছে পিসিবি। হাফিজের পরিবর্তে ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরকে দলে নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৫ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।