ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় মুশফিকের বৌভাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
বগুড়ায় মুশফিকের বৌভাত অনুষ্ঠিত

বগুড়া: বগুড়ার সন্তান বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জেলা সদরের মাটিডালী এলাকার নিজ বাস ভবনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।



বিবোহোত্তর এ অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিম, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জমান ফারুকী, আব্দুল ওয়ারীশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) উজ্জল কুমার রায়, ডেপুটি নেজারত কালেক্টর(এনডিসি) আরিফুজ্জামানসহ প্রশাসন ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় ২ হাজার অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে জাতীয় ক্রিকেট দলের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। বৌভাত অনুষ্ঠানে বগুড়ার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি ঢাকার নাম করা খাবারও পরিবেশন করা হয় অতিথিদের।

বৌভাতে বর মুশফিকুর রহিম ও কনে জান্নাতুল কিফায়াত মন্ডিসহ উভয় পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।  

বৌভাত উপলক্ষে নতুন সাজে সাজোনো হয় মুশফিকের পুরো বাড়ি। নিরাপত্তায় ঘেরা হয় অনুষ্ঠান ও এর আশপাশের এলাকা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।