ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিটারসেনের দিকে অভিযোগের তীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
পিটারসেনের দিকে অভিযোগের তীর সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন অভিযোগ করে বলেছেন, ড্রেসিংরুমে কেভিন পিটারসনের আচরণে তারা হতাশ এবং মনক্ষুণ্ন হতেন। তারা আরো বলেন, পিটারসনের আচরণে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হচ্ছিল।



গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে দেশটির জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়।

তারা দোষারোপ করে বলেছেন, ড্রেসিংরুমে পিটারসনের আচরন খুবই উদ্ধতজনক ছিল। অগ্রহনযোগ্য হলেও ড্রেসিংরুমে পিটারসন তার সেসব কর্মকান্ড চালিয়ে গিয়েছিলেন। এমনকি সে তার অবস্থান প্রতিষ্ঠার জন্য অন্যের উপর ভয়ভীতি ও চাপ প্রয়োগও করেছিলেন।

গত কিছুদিন আগে নিজের আত্মজীবনী প্রকাশ করে ইংল্যান্ডের বিতর্কিত ব্যাটসম্যান পিটারসেন। ৩৪ বছর বয়সী কেপির আত্মজীবনী প্রকাশের পর পরই ইংল্যান্ড জুড়ে চলে তোলপাড়। তার আত্মজীবনীতে কোচ, সতীর্থদের নিয়ে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পিটারসেন সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।