ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীন ও জয়সুরিয়ার পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
শচীন ও জয়সুরিয়ার পাশে সাকিব ছবি: উজ্জল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবারো বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর বয়ে আনল দলের সেরা তারকা সাকিব আল হাসান। এ বছর দলের প্রথম ওয়ানডে জয়ে সবচেয়ে বড় অবদানের পাশাপাশি গড়লেন নতুন একটি রেকর্ড।



আর এদিন একদিনের ম্যাচে সেঞ্চুরি ও চার উইকেট নিয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও লঙ্কান গ্রেট সনথ জয়সুরিয়ার পাশেই নাম লেখালেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

সাকিব এদিন ১০১ রানের পর বোলিংয়ে নেমে দশ ওভারে ৪১ রানে চারটি উইকেট নেন।

তবে, এক ম্যাচে সবচেয়ে ভালো অলরাউন্ড পারর্ফম করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার পল কলিংউড। তিনি ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষেই ১১২ রান ও ছয় উইকেট নিয়েছিলেন।

আর ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৯ ও পাঁচ উইকেট পেয়েছেন ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস।

তবে সেঞ্চুরি ও চার উইকেট নেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন শ্রীলঙ্কান তিলকরত্মে দিলশান। তিনি ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৪৪ রান ও মাত্র চার রানে চারটি উইকেট নিয়েছিলেন।

এছাড়া এ তালিকায় আরো আছেন শচীন টেন্ডুলকার, সনাথ জয়সুরিয়া, সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, শোয়েব মালিক, যুবরাজ সিং, নাথান অ্যাস্টেল ও ফ্লিকো ক্লোপেনবার্গ।

** সাকিবের আরেকটি রেকর্ড
** সাকিবের ষষ্ঠ সেঞ্চুরি

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।