ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জরিমানার কবলে সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
জরিমানার কবলে সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা

ঢাকা: আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা গুনতে হচ্ছে শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।



ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ ম্যাচের ৩৪তম ওভারে ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন লংকান এ অভিজ্ঞ ব্যাটসম্যান। ঐ সময় ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন সাঙ্গা। কিন্তু ওক্সেনফোর্ড তাতে রাজি হননি। ফলে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন ম্যাচে ১১২ রান করা সাঙ্গাকারা।

মাঠের আম্পায়ারের সাথে তর্ক করায় এবং আইসিসির আচরণ বিধি ভঙ্গ করায় ৩৭ বছর বয়সী সাঙ্গাকারাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।