ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আটটি ভিন্ন ভাষায় প্রকাশ হবে শচীনের আত্মজীবনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
আটটি ভিন্ন ভাষায় প্রকাশ হবে শচীনের আত্মজীবনী

ঢাকা: সম্প্রতি ভারতের ক্রিকেট দেবতা শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘ প্লেইং ইট মাই ওয়ে’ ইংরেজি ভাষায় প্রকাশ হয়েছে। তবে এক সুত্র থেকে জানা গেছে আগামী ছয় মাসের মধ্যে আত্মজীবনীটি আরো আটটি ভিন্ন ভাষায় প্রকাশ।

আর মারাঠি ভাষা দিয়ে আত্মজীবনীটি দ্বিতীয় ভাষা হিসেবে প্রকাশ পাবে।

পুনের প্রকাশনা কোম্পানী হাতচেতে ইন্ডিয়ার কর্ণধার আনিল মেহতা জানিয়েছেন, ইতিমধ্যে তারা অনুবাদ করা শুরু করে দিয়েছে। আর তিনি আশা করছেন মারাঠি ভাষায় বইটি প্রায় পঞ্চাশ হাজার কপি বিক্রি করতে পারবেন।

অন্য যে ভাষাগুলোতে আত্মজীবনীটি প্রকাশ করা হবে সেই ভাষাগুলো হচ্ছে হিন্দি, মালালায়াম, বাংলা, আসামেস, তেলেগু, তামিল ও গুজরাটি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।