ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

৩৯ বছর পর চ্যাপেলের পাশে স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
৩৯ বছর পর চ্যাপেলের পাশে স্মিথ স্টিভেন স্মিথ

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্লার্কের বিকল্প হিসেবে অধিনায়কত্ব তুলে দেয়া হয় স্টিভেন স্মিথের কাঁধে।

আর অভিষেক অধিনায়কত্বের ম্যাচে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের পাশে নাম লিখিয়েছেন স্মিথ।

ভারতের সাথে চলতি সিরিজে বেশ ছন্দেই রয়েছেন স্মিথ। ক্লার্কের বিকল্প হিসেবে অধিনায়ত্ব পাওয়া স্মিথ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন ১৩৩ রান।

আর তার এ অনবদ্য ইনিংসটির কল্যাণে স্মিথ সাবেক তারকা ক্রিকেটার চ্যাপেলের পাশে গিয়ে বসেছেন। চ্যাপেল ১৯৭৫ সালে অজিদের হয়ে অভিষেক অধিনায়কত্বের ম্যাচে শতক হাঁকিয়েছিলেন।

প্রায় ৩৯ বছর পর এবারে অভিষেক অধিনায়কত্বের ম্যাচে শতক হাঁকালেন স্টিভেন স্মিথ। মজার ব্যাপার হলো ব্রিসবেনের এ মাঠেই চ্যাপেল তার শতকটি হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।