ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্পাইডার ক্যামের জন্যে মিস হলো ক্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
স্পাইডার ক্যামের জন্যে মিস হলো ক্যাচ

ঢাকা: মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল ব্যাট করছিলেন ৪৬ রানে। ঠিক সেই সময়ে তার ব্যাটের উপরের অংশে লেগে বল উপরে উঠে গেলে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ স্লিপ থেকে দৌড়ে ক্যাচ ধরতে যান কিন্তু ক্যাচটি  শেষ পর্যন্ত ধরতে পারেননি তিনি।



এতেই ক্ষিপ্ত হয়েছেন  স্মিথ। আর স্পাইডার ক্যামের দিকে আঙ্গুল তুলে ছাপার অযোগ্য গালিও দেন।
 
কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় স্পাইডার ক্যামে বলটি লাগেনি। চ্যানেল নাইনের স্পাইডার ক্যাম ছিল সেটি।
তবে  এনিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াও এক বিবৃতিতে চ্যানেল নাইনের পক্ষ নিয়েছেন।

দিন শেষে সংবাদ সম্মেলনে অজি কোচ ড্যারেন লেহম্যান প্রযুক্তির পক্ষই নিলেন। লেহম্যান বলেন, এটি নিয়ে হয়তো বিতর্ক হবে। কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তির সঙ্গেই আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।