ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরাপদে ব্রিসবেনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নিরাপদে ব্রিসবেনে টাইগাররা সংগৃহীত

ঢাকা: ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে গত শনিবার রাতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ৯টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফির দল।



দীর্ঘ ভ্রমণ শেষে রোববার দিবাগত রাত দেড়টার কিছু পরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছেছে টাইগাররা। এমিরেটস এয়ারলাইনসের বিমানে দুবাই হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ক্রিকেটাররা।

ব্রিসবেনে পৌঁছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে জানান, বাংলাদেশ দল কিছুক্ষণ আগে (রোববার দিবাগত রাতে লেখা) ব্রিসবেনে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ।

জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল হক তার ফেসবুক পেজে লিখেছেন, অবশেষে ২৮ ঘণ্টা দীর্ঘ ভ্রমণের পর আমরা অস্ট্রেলিয়ায় পৌঁছেছি।

এদিকে দ্যা ফিনিশার খ্যাত নাসির হোসেন তার ফেসবুক পেজে জানিয়েছেন, আমরা নিরাপদে অস্ট্রেলিয়ায় পৌঁছেছি। আল্লাহকে ধন্যবাদ।

বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যায় তার ফেসবুক পেজে। আর আগে থেকেই বিগব্যাশে খেলতে যাওয়া সাকিব আল হাসান অস্ট্রেলিয়াতেই রয়েছেন।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।