ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৯২’র অঘটন এবার হবে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
৯২’র অঘটন এবার হবে না ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক হবার সুবাদে সবচেয়ে বেশি ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। তবে তারকা নির্ভর সেই বিশ্বকাপে অজিরা আসরের প্রথম রাউন্ডেই বাদ পড়ে।

কিন্তু ২৩ বছর পরে আবারো ঘরের মাঠে বিশ্বকাপে দলটি এমন অঘটন জন্ম দিবে না বলে জানিয়েছেন সাবেক অজি ওপেনার জিওফ মার্শ।

১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়া মাত্র এক পয়েন্টের জন্য সেমি-ফাইনালে উঠতে পারেনি। তবে মার্শ মনে করেন, এবারে দলটির বিশ্বকাপ প্রস্তুতি তাদের ভালো ফলাফলে সাহায্য করবে।

মার্শ বলেন, ‘স্বাগতিক হয়ে খেললে দলে প্রচুর চাপ থাকে। তবে এবারের দলটি চাপে থেকেই ভালো খেলবে। আর এবারে দলটির প্রস্তুতিও দারুণ হয়েছে। আমাদের দলটির উপর আমি আশাবাদী। ’

মার্শ অজি টেস্ট দলের ব্যাটসম্যান শর্ন মার্শ ও বিশ্বকাপ দলের অলরাউন্ডার মিচেল মার্শের বাবা।

১৯৯২ বিশ্বকাপে অজিরা আরেক স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসরের প্রথম দুই ম্যাচ হেরেছিল। আর আসরের আট ম্যাচের মধ্যে চার ম্যাচ হেরে বিদায় নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।