ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরেকটি ইনিংস জয়ের সামনে ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
আরেকটি ইনিংস জয়ের সামনে ঢাকা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে শুরু থেকেই দাপট দেখাচ্ছে ঢাকা বিভাগ। প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় রাউন্ডেও বড় জয়ের দাঁড়প্রান্তে রয়েছে দলটি।



ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য আগামী কাল (বুধবার) ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ঢাকা বিভাগের প্রয়োজন দুটি উইকেট। আর ইনিংস ব্যবধানে জিততে হলে আরো ৬২ রান যোগ হওয়ার আগেই মেট্টোর শেষ দুটি উইকেট ছেঁটে ফেলতে হবে শুভাগত হোম-মোশাররফ হোসেনদের।  

রনি তালুকদার-আব্দুল মজিদদের নান্দনিক ব্যাটিং প্রর্দশনীতে ৯ উইকেটে ৫২৫ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। জবাবে গতকাল সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে এক বিকেলেই অলআউট হয়ে যায় মেট্টো।

মাত্র ৯০ রানে গুটিয়ে গেলে ফলো-অনে পড়ে মঙ্গলবার দ্বিতীয় ইনিংস শুরু করে মেট্টো। ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩৭৩ রান। মেট্টোর ওপেনার শামসুর রহমান সর্বোচ্চ ৯২ রান করেছেন।

শুভাগত হোম নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।

এখনো তারা ঢাকার চেয়ে ৬২ রানে পিছিয়ে। ফলে ইনিংস হারের আশংকা থেকেই যাচ্ছে মার্শাল আইয়ুবের দল ঢাকা মেট্টোর।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।