ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট সংকোচনের নীতি নিয়েছে আইসিসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ক্রিকেট সংকোচনের নীতি নিয়েছে আইসিসি

ঢাকা: আইসিসির সাবেক প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়ার ক্রিকেট বিশ্বায়ন পরিকল্পনা মুখ থুবরে পড়েছে অনেক আগেই। এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।



ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ডসন বলেন, ‘আমি মনে করি সমশক্তির দেশগুলোকে নিয়েই বিশ্বকাপ আয়োজন হওয়া প্রয়োজন, তাতে প্রতিদ্বন্দ্বীতা বাড়বে। ’

রিচার্ডসনের এই কথায় পরিস্কার হলো ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে আইসিসি সংকোচন নীতিমালা গ্রহণ করেছে।
 
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেবে দশটি দল। এরমধ্যে র‍্যাকিংয়ের আট নম্বর দলটি সরাসরি বিশ্বকাপে নেবে। কিন্তু বাকি দুটো দল বেছে নেওয়া হবে। বিশ্বকাপের কোয়ালিফাইংয়ের রাউন্ড প্রতিযোগিতার মাধ্যমে।

সে হিসেবে ২০১৭ সালের মধ্যে র‍্যাকিংয়ের অষ্টম স্থানে বাংলাদেশ জায়গা করতে ব্যর্থ হলে আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে।
 
২০১৮ সালে বাংলাদেশে এই কোয়ালিফাইং রাউন্ডের আসর বসবে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।