ফতুল্লা থেকে: জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্টোর চেয়ে ২৫৯ রানে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৪১ রান তুলেছে বরিশাল।
আগের দিনের ৪ উইকেটে ২৩৮ রান নিয়ে সোমবার সকালে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ঢাকা মেট্টো। ১১৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করা সাদমান ইসলাম তার ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারেন নি। ১৪০ রান করে আল-আমিনের শিকার হলে পঞ্চম উইকেট হারায় মেট্টো। ৩০১ বলে ২৬টি চার ও একটি ছক্কার সাহাজ্যে এ রান করেন সাদমান।
সাদমানের বিদায়ের পর উইকেট আগলে ব্যাটিং করেন আগের দিন ৫ রানে অপরাজিত থাকা আসিফ আহমেদ। তবে আসিফকে সঙ্গ দিতে পারেনি কেউ। বাকি ব্যাটম্যানদের আসা-যাওয়া দেখতে হয় তাকে।
শেষ পর্যন্ত ৮৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আসিফ আহমেদ আউট হলে ৪০০ রানে শেষ হয় ঢাকা মেট্টার প্রথম ইনিংস।
আল-আমিন একাই নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া কামরুল ইসলাম ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫