ঢাকা: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছে অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সিডনির অলিম্পিক পার্ক ওভালে স্কটল্যান্ডের দেয়া ২৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৭ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশরা।
বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভালো সূচণা এনে দেন অধিনায়ক পোর্টারফিল্ড ও পল স্ট্রিলিং। ওপেনিং জুটিতে তারা যোগ করেন ৫৭ রান। ৩৭ রান করা পল স্ট্রিলিংকে সাজঘরে ফেরত পাঠান ইভান্স। এরপরই ভেঙে পড়ে আয়ারল্যন্ডের ব্যাটিং লাইনআপ। শেষ ৫১ রানে ৯ উইকেট হারালে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
ইভান্স ৪টি ও মজিদ হক নেন ৩টি উইকেট।
এর আগে সিডনির অলিম্পিক পার্ক ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্কটল্যান্ড। ম্যাট মাশানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। ১০৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ১০৩ রান করেন মাশান। এছাড়া প্রিটন মমসন ৫৬ ও রিচি বেরিংটন করেন ৫২ রান।
ম্যাক্স সরেনসন ৩টি ও ক্রেইগ ইয়াং নেন ২টি উইকেট।
আগামি বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। একই দিনে ব্লাকটাউনে বাংলাদেশের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৫