ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো কিউরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো কিউরা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রোটিয়াদের তারা হারিয়েছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে।



বুধবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে কিউদের দেয়া ৩৩২ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ডি ভিলিয়ার্সের দল। মাত্র ৬২ রানে ৬ উইকেট হারিয়ে কোনঠাঁসা হয়ে পড়ে। তবে সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন জেপি ডুমিনি ও ভারনন ফিল্যান্ডার। এ জুটি থেকে আসে ১২১ রান।

দলীয় ১৮৩ রানে ব্যক্তিগত ৮০ রান করে বোল্টের বলে সাজঘরে ফেরেন জেপি ডুমিনি। ডুমিনির বিদায়ের পর শেষ ১৪ রানে বাকি তিন উইকেট হারালে ৪৪.২ ওভারে ১৯৭ রানে ‍অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৫৭ রানের ইনিংস খেলেন ভারনন ফিল্যান্ডার।

কিউইদের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ড্যানিয়েল ভেট্টরি ও ম্যাকক্লেঘান নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় প্রচেষ্টায় ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩১ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬৬ রান করেন কেন উইলিয়ামসন। এছড়া ব্রেন্ডন ম্যাককুলাম ৫৯, রস টেলর ৪১ ও নাথান ম্যাককুলাম ৩৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পারনেল, ফিল্যান্ডার ও কাইল অ্যাবট দুটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।