ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অজিদের হারের স্বাদ দিতে চান ইংলিশ অধিনায়ক এউইন মরগান।
মরগান বলেন, ‘বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়ে ভালো সূচনা করতে চাই। ৯৫,০০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আমাদের তুলনায় অজিরাই বেশি চাপে থাকবে। আমরা চাপমুক্ত হয়েই মাঠে নামব। ’
এই বাঁহাতি ব্যাটসম্যান আরো বলেন, ‘দলে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। টুর্নামেন্টে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারব। সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে আজকের ম্যাচে আমরাই জিতব। ’
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথাও জানিয়েছেন মরগান। তিনি বলেন, ‘এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ইংল্যান্ডই এগিয়ে থাকবে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আমাদেরও বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। ’
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া কার্লটন মিড ওডিআই ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২১ রানের চমকপ্রদ ইনিংস খেলেছিলেন মরগান। তাই আজকের ম্যাচে উজ্জীবিত হয়েই মাঠে নামবেন ইংলিশ অধিনায়ক।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫