ঢাকা: আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা থেকে বঞ্চিত হয়েছেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস টেইলর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউটের শিকার হন জেমস এন্ডারসন।
অথচ নিয়মানুযায়ী আউটই ছিলেন না এন্ডারসন! তবে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন টেইলর।
শনিবার ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এমনটা হয়েছে বলে স্বীকার করেছেন। এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ক্রিকেট আইনের ৩.৬ (এ) এর ৬ নম্বর ধারা অনুসারে এবং ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) শর্ত অনুযায়ী ব্যাটসম্যানকে আম্পায়ার আউট দেওয়ার সাথে সাথে পরবর্তী সময়টুকু ডেড হয়ে যাবে। ’
ইংলিশদের ইনিংসের ৪২তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলটি টেইলরের প্যাডে লাগলে আম্পয়ার আলিম দার আউট ঘোষণা করেন। কিন্তু টেইলর রিভিউ চাইলে টিভি ক্যামেরায় ধরা পড়ে হ্যাজলউডের ইনসুইঙ্গারটি লেগ স্ট্যাম্প মিস করে বেরিয়ে যাচ্ছিলো। আম্পায়ার তার সিদ্ধান্ত ফিরিয়ে নেন। ঘটনা এখানেই শেষ হওয়ার কথা।
কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে লেগ আম্পায়ার কুমারা ধর্মসেনার সন্দেহ হয় অপর প্রান্তে থাকা এন্ডারসন রান আউট হয়ে গিয়েছিলেন। পরে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে অ্যান্ডারসন সত্যিই রান আউট হয়েছেন। তবে টেইলরের দাবী ছিল আম্পায়ার এলবিডব্লুউ আউট ঘোষণা করায় বলটি ডেড বল হিসেবে ধরা হোক।
আইসিসির ম্যাচ পরিচালনার নীতিমালা অনুসারে যৌক্তিকই ছিল টেইলরের দাবি।
উল্লেখ্য, এ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের বিলি বাউডেন। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত ছিলেন একই দেশের জেফ ক্রো।
এ ম্যাচে ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪২ রানের বিশাল স্কোর দাঁড় করায় অজিরা। ৩৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৩১ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫