ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলার-ফিল্ডারদের দুষলেন ম্যাথুউস

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
বোলার-ফিল্ডারদের দুষলেন ম্যাথুউস অ্যাঞ্জেলা ম্যাথুউস

ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ৯৮ রানের হারকে সহজভাবে নিতে পারছেন না শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুউস। শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ম্যাচ শেষে বোলার ও ফিল্ডারদের দুষেছেন এই লংকান দলপতি।



ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথুউস বলেন, ‘বোলাররা খুব সাধারণ মানের বোলিং করেছে। শুরু থেকেই তারা খারাপ বল করেছে। মাঝে কিছুটা ভালো বোলিং করলেও বাজে ফিল্ডিংয়ের প্রভাবে তা তেমন কাজে আসেনি। ’

ম্যাথুউস আরো যোগ করেন, ‘কিউইদের ৩০০ রানের মধ্যে আটকাতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ওদের (নিউজিল্যান্ড) শুরুটা ভালো হলেও মাঝে আমরা রানের লাগাম টেনে ধরতে পেরেছিলাম। কিন্তু শেষ দিকে রান আটকাতে পারিনি। ৩০-৪০ রান বেশি দিয়েছি আমরা। ’

টসে হেরে আগে ব্যাট করে ছয় উইকেটে ৩৩১ রান করে নিউজিল্যান্ড। ৩৩২ রান তাড়া করতে নেমে ২৩৩ রানে অল আউট হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।