ঢাকা: নিউজিল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন ‘টুই ক্যাচ মিলিয়ন’ নামক ক্রিকেটীয় প্রচারণা চলছে। গ্যালারি থেকে এক হাতে ক্যাচ ধরলেই থাকছে এক মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ।
হ্যামিল্টনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনির ব্যাট থেকে আসা একটি ছয় এক হাতে লুপে নেন ট্র্যাভিস। মজার ব্যাপার হচ্ছে ক্যাচ ধরার সময় তার এক হাতে ছিল বিয়ারের গ্লাস। তাই ক্যাচটি বেশ দৃষ্টিনন্দন ছিল।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রাইস্টার্চের হেগলি ওভাল স্টেডিয়ামে প্রথম ব্যক্তি হিসেবে সঞ্জয় পান্ডা নামে এক কিউই সমর্থক ‘টুই ক্যাচ’ জিতে মিলিওনিয়ার হয়েছেন। ক্যাচ নেওয়ার পর তাকে টাইমিন পারসন নামে এক সুন্দরী নারী বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে বসেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে এবার ২৩টি বিশ্বকাপ ম্যাচের প্রত্যেকটিতেই এই অফার বহাল থাকবে। তবে, সমর্থকদের গায়ে থাকতে হবে কমলা রঙের নির্দিষ্ট ‘টুই টি-শার্ট’।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
** ক্যাচ ধরে বিয়ের প্রস্তাব পেলেন সঞ্জয়!