ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে ৯২ বলে ১৩৮ রানের ইনিংসটিই ম্যাচ সেরা পুরস্কার এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে। আর এটিই তার ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস।
দক্ষিন আফ্রিকা ৮৩ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে আসেন মিলার। নিজের ইনিংসের শুরু থেকেই অ্যাটাকিং ব্যাটিং করেন মিলার। তার ইনিংসে চারের চেয়ে ছয় মার ছিল বেশি। ছয় মেরেছেন নয়টি এবং চারের মার ছিল সাতটি।
ইনিংসের ৪৮ তম ওভারে সোলোমান মিরের বলে ৩০ রান নিয়ে মনোবল ভেঙ্গে দিয়েছিলেন জিম্বাবুয়ের।
ডেভিড মিলার এর আগে ৬৩ ম্যাচে করেছেন ১১১৩ রান। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল এই প্রোটিয়া ব্যাটসম্যানের।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫