ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নায়ক হলেন বিরাট কোহলি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নায়ক হলেন বিরাট কোহলি বিরাট কোহলি

অ্যাডিলেইডে পাকিস্তানের বিপক্ষে  ম্যাচ জয়ী ১০৭ রানের ইনিংস এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শহীদ আফ্রিদির অসাধারণ ক্যাচ নিয়ে  ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।

পাকিস্তানের বিপক্ষে  ওয়ানডাউনে নেমে বিশ্বকাপ মঞ্চে প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন কোহলি।

  ১২৬ বলে ১০৭ রানের ইনিংসটি খেলার পথে বেশ হিসেবে ব্যাটিং করেছেন ভারতীয় এ তরুণ রান মেশিন।   তার ইনিংসে চারের মার ছিল মাত্র আটটি। এটি ছিল তার ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।

এই ম্যাচের আগে ক্যারিয়ারে ১৫০ ম্যাচে ৫১.৫০ গড়ে  মোট রান করেছেন ৬২৩২।   ২০১২ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৩ রান। ২০১১ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল এ তরুণ ব্যাটসম্যানের।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।