ঢাকা: টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তাতে কি, দেখেশুনে ব্যাট চালাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রিস গেইল ও ডুয়ান স্মিথ।
৭ ওভার ৩ বলে প্রথম উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। আউট হন ডুয়ান স্মিথ। এরপর ওভারের শেষ বলে গেইলের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন ড্যারেন ব্রাভো।
শেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেটে ৪০ রান। ক্রিজে আছেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস।
এরআগে, ১১তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫’র পঞ্চম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার খেলায় টস জিতে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল, নেলসন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড খেলা শুরু হয়। এর ঠিক ৩০ মিনিট আগে টস অনুষ্ঠিত হয়। ওডিআই ইতিহাসের ৩ হাজার ৬শ’ ৩ নম্বর ম্যাচ এটি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, ডুয়ান স্মিথ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, কেমার রোচ, জেরোমি টেলর।
আয়ারল্যান্ড একাদশ:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, নেইল ও’ ব্রায়েন, এড জয়েস, গ্যারি উইলসন, জন মুনি, ম্যাক্স সোরেনসেন, কেভিন ও’ ব্রায়েন, জর্জ ডকরেল, অ্যান্ডু ম্যাকব্রাইন, অ্যান্ড্র– বালবিরনি।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
** টস জিতে আয়ারল্যান্ড বোলিংয়ে
** বিশ্বকাপে ক্যারিবীয় ও আইরিশরা
** ক্যারিবীয়-আইরিশ ম্যাচে অভিভাবক যারা
** প্রত্যাশার ভার গেইলের দিকে
** শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড খেলা