ঢাকা: অল্পের জন্য মাইলফলক ছোঁয়া হলো না তামিমের। মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র ২৯ রান।
আর ১০ রান করতে পারলে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন তামিম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্বকাপের এগারোতম আসরের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাইলফলক স্পর্শের এ সুযোগ হারান তামিম।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের। এর আগে ১৩৫ ম্যাচ খেলা (এই ম্যাচ বাদে) তামিম ১৩৪ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন তিন হাজার ৯৭১ রান।
চার শতক ও ২৬ অর্ধশতকের মালিক তামিমের ওডিআইতে সর্বোচ্চ স্কোর ১৫৪।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫