ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদিদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের ফিল্ডিং কোচ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আফ্রিদিদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের ফিল্ডিং কোচ আহমেদ শেহজাদ, শহিদ আফ্রিদি ও উমর আকমল

ঢাকা: পাকিস্তানের তিন সিনিয়র ক্রিকেটার শহিদ আফ্রিদি, আহমেদ শেহজাদ ও উমর আকমলের অসদাচরণে ক্ষুব্ধ হয়েছেন দলটির ফিল্ডিং কোচ গ্র্যান্ট লুডেন। লুডেনের অভিযোগ, পাকিস্তানের তিন সিনিয়র ক্রিকেটার মঙ্গলবার দলের অনুশীলনের সময় তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে।


 
পিটিআই সূত্রমতে, লুডেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানকে মেসেজ দিয়ে ঘটনাটি অবহিত করেছেন। খেলোয়াড়দের কাছ থেকে এমন অপমানকর আচরণ লুডেন সহ্য করবেন না বলে জানিয়েছেন। সেই সঙ্গে পদত্যাগ করারও হুমকি দিয়েছেন এই কোচ।

সূত্রটি আরো জানায়, ঘটনাটি জানার পর পিসিবি চেয়ারম্যান দলের ম্যানেজার নাভিদ চিমা, প্রধান কোচ ওয়াকার ইউনুস ও লুডেনের সঙ্গে কথা বলেছেন।

পাকিস্তানের কোচিং স্টাফকে ঢেলে সাজাতে ২০১৪ সালের ৩০ মে লুডেনকে পাকিস্তানের ফিল্ডিং কোচ করা হয়।

বিশ্বকাপ শুরুর আগে আফ্রিদিসহ আট ক্রিকেটারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমান‍া করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চিরপ্রতিদ্বন্দী ভারতের সঙ্গে হার দিয়ে শুরু হয় দলটির বিশ্বকাপ মিশন। সেই সঙ্গে কোচ-খেলোয়াড়দের দ্বন্দের খবর দুশ্চিন্তায় ফেলেছে পাকিস্তান টিম ম্যানেজম্যান্টকে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।