ঢাকা: বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই তরুণদের ওপরই আস্থা রাখার কথা বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাইতো প্রথম সুযোগেই মাশরাফির আস্থার প্রতিদান দিয়েছেন ব্যাটসম্যান সৌম্য সরকার।
আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামার সময় অস্বস্থিতেই ছিল দল। কিন্তু তার ২৫ বলে ২৮ রানের ইনিংসটি সে পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে কথাই বললেন মাশরাফি, ‘সৌম্য সরকারের কথা আলাদা করে বলেতে গেলে বলা যায় ও ইতিবাচক ব্যাটিং করেছে। ও যখন ব্যাটিং গেছে তখন খুব প্রেসার ছিল, দুর্ভাগ্য যে ইনিংসটা বড় করতে পারেনি। ওর ইতিবাচক ব্যাটিংটাই সবসময় ভালো লাগে। ’
পেসার তাসকিন আহমেদেরও প্রশংসা করলেন অধিনায়ক। অধিনায়ক আশা করছেন সামনের ম্যাচগুলতেও পাওয়া সুযোগ গুলো তরুণ ক্রিকেটাররা কাজে লাগাবে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫