ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের সুবাস পাচ্ছে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
জয়ের সুবাস পাচ্ছে খুলনা

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে খুলনা বিভাগ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ দুই উইকেটে ৬১ রান।

ফলে খুলনার চেয়ে ২৭৪ রানে পিছিয়ে আছে রাজশাহী।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ৬৩ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে রাজশাহী। মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ২২৫ রানে গুটিয়ে যায় রাজশাহী।

ফলো-অনে পড়লে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং  শুরু করে তারা। দলীয় ২০ ও ৩৩ রানে প্রথম ও দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলটির। তবে শেষ বিকেলে আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি খুলনার বোলাররা। মায়শুকুর রহমান ২৩ ও ফরহাদ হোসেন ১৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

তুষার ইমরানের অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০৩) ও জিয়াউর রহমানের সেঞ্চুরিতে (১৬৪) ছয়  উইকেটে ৫৬০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল খুলনা বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।