ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরাতকে বিধ্বস্ত করতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আমিরাতকে বিধ্বস্ত করতে চায় জিম্বাবুয়ে

ঢাকা: নিউজিল্যান্ডের নেলসনে বিশ্বকাপের পুল বি’র ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে মাঠে নামবার আগে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুইয়ান অধিনায়ক এলটন চিগম্বুরা।



তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানেই হারাতে চান।

জিম্বাবুয়ের অধিনায়ক এই আত্মবিশ্বাসের রসদ অবশ্য পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি থেকেই। গ্রুপের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হারলেও তাদের  ছেড়ে কথা বলেনি জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বড় ভরসার নাম তাদের টপ অর্ডার হ্যামিল্টন মাসাকাদজা। এই ম্যাচেও পুরো দল তাকিয়ে থাকবে তার ব্যাটের দিকে।

তবে ছেড়ে কথা বলতে রাজি নয় সংযুক্ত আরব আমিরাতও। টেস্ট খেলুড়ে জিম্বাবুয়েকে হারিয়ে অঘটন ঘটাতে চায় মরুর দলটি।

সৌখিন ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির অধিনায়ক খুররম খান জানেন জিম্বাবুয়েকে হারানোটা সহজ হবে না কিন্তু তারপরও ম্যাচের আগে রণহুংকার দিলেন, ‘আমরা কমপক্ষে দু’টি টেস্ট দলকে হারানোর লক্ষ্য নিয়ে এসেছি। এখন দেখি কী হয়?’

আরব আমিরাত দলটি সাফল্যের জন্যে নির্ভর করবে অধিনায়ক কাম বোলার খুররম খানের উপর। তবে কোচ আকিব জাভেদের চেয়েও এক বছরের বড় এই ক্রিকেটার বিশ্বকাপ খেলছেন প্রথমবারের মতো।

আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ৮৬ রানের একটি ঝলমলে ইনিংস।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।