ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পঞ্চম উইকেটের পতন হলো আমিরাতের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
পঞ্চম উইকেটের পতন হলো আমিরাতের ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে চার উইকেট হারিয়ে ২০০ রানের কোটা পার করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে ব্যক্তিগত ৩২ রানে আউট হয়েছেন এসপি পাতিল।

ব্যাটিংয়ে অপরাজিত আছেন সাইমান আনোয়ার। এ দু’জন পঞ্চম উইকেট জুটিতে ৮০ রানের পার্টনারশীপ গড়েছিলেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আমিরাতের সংগ্রহ ৪২ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে ২১৮ রান। আনোয়ার ৫৮ রানে অপরাজিত আছেন।

এর আগে দলীয় ১২২ ও ১৩৪ রানে কৃষ্ণ চন্দ্রন ও খুররাম খানের উইকেট দ্রুত পড়লে বিপাকে পড়ে আমিরাত।

তৃতীয় উইকেট জুটিতে এ দু’জন ৮২ রানের মুল্যবান পার্টনারশীপ গড়েছিলেন। চন্দ্রন ৬৩ বলে তিন চারের মাধ্যমে ৩৪ রান করেন সলোমান মিরের বলে আউট হন। অন্যদিকে ৪৫ রান করার পর তেন্তাই চাতারার বলে আউট হন খুররামঅ

এই রিপোর্ট লেখা পর্যন্ত আমিরাতের সংগ্রহ ৩১ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ১৩৪ রান। ক্রিজে আছেন নতুন দুই ব্যাটসম্যান এসপি পাতিল ও সাইমান আনোয়ার।

এর আগে নিজেদের দলীয় ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় আমিরাত। দশম ওভারের শেষ বলে সলোমান মিরের দারুণ একটি ডেলিভারিতে ব্রেন্ডন টেইলরের তালুবন্দি হন এআর বেরেনগার। তিনি ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিওনে ফিরেন।

এদিন খেলার ৫ ওভারের শেষ বলে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় আমিরাত। তেন্দাই চাতারার বলে উইকেটের পেছনে বল পাঠিয়ে আউট হন আমজাদ আলী। আউট হওয়ার আগে সাত রান করেন তিনি।

এদিকে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আমিরাত। তবে জিম্বাবুইয়ানদের এটি আসরের দ্বিতীয় ম্যাচ। এর আগে দলটি নিজেদের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৬২ রানে হেরে মিশন শুরু করেছিল।

** সেট দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে আমিরাত
** দলীয় শতরান পার করলো আমিরাত
** আমিরাতের ইনিংসের দ্বিতীয় উইকেটের পতন
** প্রথম উইকেট হারালো আমিরাত
** টসে জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।