ঢাকা: বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তবে ২৮৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে অনেকটা ধীর গতিতে ব্যাট চালাচ্ছে জিম্বাবুইয়ান ওপেনাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭ ওভার শেষে রান। ব্যাটিংয়ে রেগিস চাকাভা ৮ ও সিকান্দার রাজা ১৪ অপরাজিত আছেন ।
এর আগে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিং করে জিম্ববাবুয়ের বিপক্ষে ২৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে আরবের দেশটি।
নিউজিল্যান্ডের নেলসনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অথিনায়ক এলটন চিগুম্বুরা। তবে সাইমান আনোয়ারের ৬৭ ও খুররাম খানের ৪৫ রানের উপর ভর করে বড় পুঁজি পায় আমিরাত। এছাড়া আমজাদ আলী ও রোহান মুস্তাফা ছাড়া এদিন আমিরাতের সব ব্যাটসম্যান দুই অঙ্কের উপর রান করেন।
জিম্বাবুইয়ের হয়ে ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তেন্দাই চাতারা। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সলোমান মিরে ও শন উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
** জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো আমিরাত
** ভালো সংগ্রহের দিকে আমিরাত
** পঞ্চম উইকেটের পতন হলো আমিরাতের
** সেট দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে আমিরাত
** দলীয় শতরান পার করলো আমিরাত
** আমিরাতের ইনিংসের দ্বিতীয় উইকেটের পতন
** প্রথম উইকেট হারালো আমিরাত
** টসে জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে