ঢাকা: বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে জিম্বাবুয়ের ওপেনার রেজিস চাকাভা সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ তৌকিরের বলে ব্যাকফুটে খেলতে গেলে তার পা লেগে ভেঙে যায় স্ট্যাম্প। স্কোর বোর্ডে লেখা হয়ে যায় চাকাভা হিট উইকেট বোল্ড মোহাম্মদ তৌকির।
তবে, বিশ্বকাপ মঞ্চে চাকাভাই প্রথম ব্যাটসম্যান নন- যিনি এভাবে আউট হয়ে গেলেন। এই পর্যন্ত চাকাভাসহ মোট আটজন ব্যাটসম্যানকে এই দুর্ভাগ্যবরণ করতে হয়।
১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরেই প্রথম ব্যাটসম্যান হিসেবে অজিদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ফ্রেডরিক্স হিট উইকেট হন।
১৯৭৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একইভাবে আউট হন কানাডার ডেনিস।
এরপর ১৯৯৬ সালে ষষ্ঠ বিশ্বকাপে কেনিয়ার মরিস ওদুম্বে এবং দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে হিট উইকেটের দুর্ভাগ্যবরণ করতে হয়। দুই ব্যাটসম্যানই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এভাবেই আউট হন।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মরিস ওদুম্বে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একইভাবে আউট হন। একই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে হিট উইকেটের শিকার হন কানাডার হ্যারিস।
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে জিম্বাবুয়ের ভুসিমুসি সিবান্দা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হিট উইকেট হন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫