ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানের বিশাল পরাজয়। নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে অারেক স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।
অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন মরগান। সর্বশেষ পাঁচ ওয়ানডের চার ম্যাচেই রানের খাতা না খুলেই আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ওপর নেতৃত্বের ভার থাকায় চাপটা একটু বেশিই থাকছে। তবে, মরগানের ওপর আস্থা রাখছেন দলের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশ।
রামপ্রকাশ বলেন, ‘মরগান অত্যন্ত অভিজ্ঞতাসম্পূর্ণ ক্রিকেটার। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। সাম্প্রতিক ফলাফলে মরগানের ওপর চাপ সৃষ্টি হলেও তা কেটে যাবে। আশা করছি, নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্য দিয়েই মরগান স্বরুপে ফিরবে। ’
ইংলিশ ব্যাটিং কোচ আরও বলেন, ‘মরগানকে ঘিরে সমালোচনার কোনো ভিত্তি নেই। অধিনায়ক হিসেবে তার মধ্যে যথাযথ নেতৃত্বগুণ রয়েছে। এই জন্যই অ্যালিস্টার কুককে সরিয়ে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কঠিন সময়ে তার দায়িত্বশীল ব্যাটিংয়ের অনেক উদাহরণ রয়েছে। ’
উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম তিন দেখায় তিনটিতেই জয়লাভ করে ইংল্যান্ড। পক্ষান্তরে সর্বশেষ চার ম্যাচের সবকটিতেই হার মানে ইংলিশরা। নিউজিল্যান্ডের মাটিতে দু’দলের মধ্যকার সর্বশেষ ৯টি ওয়ানডে ম্যাচের আটটিতেই পরে ব্যাট করা দল জয় পায়। অপর ম্যাচটি ড্র হয়েছে। তাই কালকের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।
ওয়েলিংটনে সর্বশেষ ১১টি ওয়ানডে ম্যাচের মধ্যে নয়টিতেই জয়লাভ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। উল্লেখ্য, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার কালকের ম্যাচ ছাড়াও এই মাঠে বিশ্বকাপের আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্চের এক তারিখে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ও ১২ তারিখে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫