ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে ভারত। গ্রুপপর্বের পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ধোনি-কোহলিরা।
টেন্ডুলকার বলেন, ‘প্রোটিয়াদের ফিল্ডিং খুবই ভয়ংকর। তাদের বিপক্ষে সিঙ্গেল রান নেওয়া খুবই বিপদজনক। তাই ভারতের ব্যাটসম্যানদের ফিল্ডারদের অবস্থান বুঝে রান নিতে হবে। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা ফেভারিট দল। বিশেষ করে তাদের ফিল্ডিংটা বিশ্বমানের। ’
ভারতের ব্যাটিং প্রসঙ্গে শচীন বলেন, ‘ওপেনিং পার্টনারশিপে গুরুত্ব দিতে হবে। শুরুতে ভালো সংগ্রহের ভিত গড়তে পারলে ম্যাচে এগিয়ে যাওয়া যাবে। প্রোটিয়া দলেও বেশ কয়েকজন বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছে। বিশেষ করে এবি ডি ভিলিয়ার্স একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার ব্যাটিংয়ে কোনো দুর্বলতা আছে বলে আমার মনে হয় না। ’
প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শচীন। তার মতে, দু’দলের কাউকেই খাটো করে দেখার উপায় নেই। দিন শেষে যারা ভালো খেলবে তারাই শেষ হাসি হাসবে।
উল্লেখ্য, মেলবোর্নে ফেব্রুয়ারির ২২ তারিখে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দু’দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫