ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-দ. আফ্রিকার ‘মওকা’

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ভারত-দ. আফ্রিকার ‘মওকা’ ছবি: সংগৃহীত

ঢাকা: খেলাভিত্তিক চ্যানেল ‘স্টার স্পোর্টস’ চলতি এগারোতম বিশ্বকাপ কেন্দ্রিক (বিভিন্ন খেলার আগে) বিজ্ঞাপন প্রচার করে আসছে। এবারে তারা যে বিজ্ঞাপন তৈরি করেছে তাতে ভারত আর দক্ষিণ আফ্রিকা ভক্ত-সমর্থকদের বাড়তি উত্তেজনার যোগান দিচ্ছে।



ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে জয় নিয়ে বিশ্বমঞ্চের ৬টি ম্যাচের ৬টিতেই জয় পায় ভারত। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত মোট সাতটি বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। আর প্রতিটি ম্যাচেই হেরেছে পাকিস্তান।

স্টার স্পোর্টসের আগের বিজ্ঞাপনটি ছিল ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক। যেখানে ভারত ভক্তদের কাছে অপমানিত হন পাকিস্তান ভক্তরা। যা অনেকটা ম্যাচেও প্রতিফলিত হয়। আর সে বিজ্ঞাপনটি সমালোচনা ঝড় তুলেছিল।

পাকিস্তানকে খাটো করার পর এবারে দ. আফ্রিকা-ভারতকে নিয়ে স্টার স্পোর্টস নতুন একটি বিজ্ঞাপন প্রচার করছে।


আর এবারের তৈরি বিজ্ঞাপনের ফুটেজে দেখা যায়, প্রোটিয়া দু’জন ভক্ত ভারতীয় ভক্তদের কাছে পটকা নিয়ে হাজির হন। ভারত-দ. আফ্রিকা ম্যাচের আগে এ বিজ্ঞাপনটিও বেশ সারা ফেলেছে। যা ২২ তারিখের ম্যাচের আগেই বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে দুই দলের সমর্থকদের মাঝে।

বিশ্বমঞ্চের আসরে ভারত কখনো জয় পায়নি দ. আফ্রিকার বিপক্ষে। মুখোমুখি তিন ম্যাচের তিনটিতেই শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা।


বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।