ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২ বছরেও কিউইদের হারাতে পারেনি ইংলিশরা

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
৩২ বছরেও কিউইদের হারাতে পারেনি ইংলিশরা ছবি: সংগৃহীত

ঢাকা: গুরুত্বপ‍ূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং স্বাগতিক নিউজিল্যান্ড। বিশ্বকাপ মঞ্চের পরিসংখ্যান কথা বলছে কিউইদের হয়ে।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ওয়ালিংটনে মুখোমুখি হচ্ছে দল দুটি।

১৯৮৩ সালের পর  নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ইংল্যান্ড। তবে ২০১০ সালের পর গত পাঁচ বছরের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ইংলিশরা।

বিশ্বকাপ মঞ্চে এগিয়ে কিউরা
১৯৮৩ সালে ইংল্যান্ড বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে শেষ বার হারিয়েছিল ইংল্যান্ড। এর পর একই আসরেই দ্বিতীয়বারের দেখায় জয় পান কিউইরা। ১৯৯২ সালে নিজেদের মাটিতে শেষ হাসি হেসেছিল কিউইরা।

১৯৯৬ সালে উপমহাদেশের মাটিতেও জয় পেয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। ২০০৭ বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে সাফল্যের ধারা অব্যাহত রাখে এবারের আসরের সহআয়োজক এই দেশটি। ।

গত পাঁচ  বছরের লড়াইয়ে এগিয়ে ইংলিশরা
২০১০ সালের পর ওয়ানডেতে ইংল্যান্ড–নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে সাত বার। তার মধ্যে অবশ্য চারবার জিতেছে ইংলিশরা।  

গত পাঁচ বছরের পরিংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ইয়োন মরগানের দল। তবে ওয়েস্ট প্যাকে দুই দল দুইবার মুখোমুখি হয়েছিল। সেখানে অবশ্য  দুইটি জয়ই পায় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।