অস্ট্রেলিয়ার কুইন্সলেন্ড উপকূলে ঘূর্ণিঝড় ‘মার্শিয়াস’ এ প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড়টি উওর-পূর্ব উপকূলে ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিবেগে বয়ে যাচ্ছে, সঙ্গে মুষলধারে বৃষ্টিতো আছেই। মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যাকার খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে বৃষ্টি থাকলেও উভয় দলই ইনডোরে তাদের অনুশীলন করেছে। যদি শনিবার খেলা মাঠে না গড়ায় তাহলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে।
এদিকে ইনজুরি এবং ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে নামতে পারেনি অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ১১১ রানের বিশাল জয় পায়। ক্লার্ক হার্মস্ট্রং ইনজুরি থেকে ফেরার পর আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন।
অস্ট্রেলিয়ান কোচ জানিয়েছেন, অনুশীলনে ফিটনেসের প্রমাণ দেওয়ায় নির্বাচকরা শনিবারের ম্যাচে ক্লার্ককে দলে রেখছেন।
শুক্রবার স্থানীয় একটি পত্রিকাকে ক্লার্ক বলেন, শনিবাররে ম্যাচে আমি ১০বছরের বালকের মতো ফিরে আসবে। আশাকরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে।
ব্রিসবেনের মানুষ যাতে নিরাপদে থাকে সেটাই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ক্লার্ক।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫