ঢাকা: ইংল্যান্ডকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ব্রেন্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল।
টস হেরে আগে ফিল্ডিং পাওয়া নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদির বোলিং ঝড়ে উড়ে যায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। একাই ৭ উইকেট তুলে নেন সাউদি। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তিনি চলতি বিশ্বকাপের মঞ্চে ইনিংস সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে জো রুট করেন ইনিংস সর্বোচ্চ ৪৬ রান।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৫
** সাউদির ঝড়ে ১২৩ রানে অলআউট ইংলিশরা
** থামেনি সাউদির ঝড় দিশেহারা ইংলিশরা
** সাউদির ঝড়ে বিপর্যয়ে ইংলিশরা
** পারলেন না মরগান, ফিরলেন টেইলর
** রানের জন্য সংগ্রাম করছেন মরগান
** সাউদির পর বোল্টের আঘাত
** ইংলিশ শিবিরে আবারো সাউদির আঘাত
** সাজঘরে ফিরলেন বেল
** ব্যাটিংয়ে নেমেছে ইংলিশ ওপেনাররা
** টস জিতে ব্যাটিংয়ে ইংলিশরা
** ফুরফুরে কিউইদের মুখোমুখি ধুঁকতে থাকা ইংলিশরা