ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের রেকর্ড ভাঙলেন ম্যাককালাম

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
নিজের রেকর্ড ভাঙলেন ম্যাককালাম

২০০৭ বিশ্বকাপে কানাডার বিপক্ষে সেন্ট লুসিয়াতে ২০ বলে বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৫ বিশ্বকাপে এসে আবারও রেকর্ড করলেন তিনি।

নিজের সেই পুরোনো রেকর্ড ভেঙে মাত্র ১৮ বলে ৫০ রান করেন।

ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

২০০৭ সালে নেদাল্যান্ডের বিপক্ষে মার্ক বাউচার ২১ বলে করেছিলে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি।
 
আর বিশ্বকাপ ছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তৃত্বীয় সর্বোচ্চ দ্রুততম হাফ সেঞ্চুরি। এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে এবং সানাৎ জয়সুরিয়া পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন।
 
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।