ঢাকা: ৭.১ ওভার শেষে কিউইদের সংগ্রহ এক উইকেটে ১০৫ রান। ব্যাটে ঝড় তুলে অবশেষে সাজঘরে ফিরলেন ম্যাককালাম।
১২৪ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটে ঝড় তুলে মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। অর্ধশতক তুলে নিতে তিনি ৭টি চার আর ৪টি বিশাল ছক্কা হাঁকান।
ইংল্যান্ডকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ব্রেন্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল।
টস হেরে আগে ফিল্ডিং পাওয়া নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদির বোলিং ঝড়ে উড়ে যায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। একাই ৭ উইকেট তুলে নেন সাউদি। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তিনি চলতি বিশ্বকাপের মঞ্চে ইনিংস সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে জো রুট করেন ইনিংস সর্বোচ্চ ৪৬ রান।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৫
** ম্যাককালামের ব্যাটিং তাণ্ডব
** ব্যাটিংয়ে নেমেছে ব্লাকক্যাপসরা
** সাউদির ঝড়ে ১২৩ রানে অলআউট ইংলিশরা
** থামেনি সাউদির ঝড় দিশেহারা ইংলিশরা
** সাউদির ঝড়ে বিপর্যয়ে ইংলিশরা
** পারলেন না মরগান, ফিরলেন টেইলর
** রানের জন্য সংগ্রাম করছেন মরগান
** সাউদির পর বোল্টের আঘাত
** ইংলিশ শিবিরে আবারো সাউদির আঘাত
** সাজঘরে ফিরলেন বেল
** ব্যাটিংয়ে নেমেছে ইংলিশ ওপেনাররা
** টস জিতে ব্যাটিংয়ে ইংলিশরা
** ফুরফুরে কিউইদের মুখোমুখি ধুঁকতে থাকা ইংলিশরা